Amar song Lyrics by Samz vai

Amar





Song: Amar
Singer: Samz vai

আমার 

তুমি আমার কাছে ফুটফুটে   ঐ রাতের   শুকতারা 
তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা

তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল
তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল

তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন
শত বাধা ডিঙ্গায় পাইছি  তোমায় মনের মত মন

আমার মনের জোসনা আমি কাউকে দেব না
তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই করো বাহানা তোমায় যেতে দেব না
আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

তোমার মিষ্টি ঐ চুলের সুবাস ভালো লাগে খুব
বড় ইচ্ছে করে তোমার মাঝে হারায় দিয়ে ডুব

আমার মন যে মানে না আর দূরে থেকো না
আমার মন যে মানে না আর দূরে থেকো না...

আমার পরান পাখি তোমায় বিনে থাকে আনমনা
আমার মনের জোসনা আমি কাউকে দেব না

তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই করো বাহানা তোমায় যেতে দেব না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

তোমায় এক পলক দেখলে এ মন রয়না আমার ঘর
সে ছটফটায়া ঘুইরা বেরায় কি জানি কি করে

আমি কিছুই জানি না তুমি কেন আ্স না
আমি কিছুই জানি না তুমি কেন আ্স না
তুমি আমার কাছে আধার ঘরে আলরই বন্যা 

আমার মনের জোসনা আমি কাউকে দেব না
তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই করো বাহানা তোমায় যেতে দেব না
আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

আমার মনের জোসনা আমি কাউকে দেব না
তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই করো বাহানা তোমায় যেতে দেব না
আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

Final Word

We hope you like this lyric . Please be with us and see all the songs lyrics which you want.

Post a Comment

0 Comments