Bisher Churi ( বিষের ছুরি) Lyrical

Bisher Churi




Song : Bisher Churi
Singer: Jisan Khan Shuvo

 বিষের ছুরি

আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু,
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি।

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি,
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি
আমার মন...
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি।

ও.. একজীবনে এত দুঃখ আমায় কেনো দিলি
তুইতো এমন ছিলি নারে এমন কেন হলি,
দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে।
আমার মন ..
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু,
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি।

ও রাইতের পর রাত jagia তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি,
খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি।
আমার মন..
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু,
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি।

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি,
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি,
আমার মন...
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি ..

Final Word

We hope you like this lyric . Please be with us and see all the songs lyrics which you want.

Post a Comment

0 Comments