DEVI
Song: Debi
Singer: Adnan Asif
Debi lyrics
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা....
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা....
আমি তোমার প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের "লেনাদেনা"
সেই পুরনো রাস্তাটায়
আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসেবের বনিবনা....
এখন এমনি করে "ভালো"
কেমনি করে "বাসি"
অন্যকোন পাখি কে...
তার চেয়ে ভালো ছিল তুই হাতে খুন করে যেতে.....আমাকে !
এই দুপুর রোদের ভীড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বার টায় ফোন তো আর না...
তুইতো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও একা রোচেনা...
মাঝরাতে তোর SMS এর Tone
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না.....
ব্যস্ত নগরে..
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না....
এখন এমনি সব যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোন সাথী কে
তার চেয়ে ভালো ছিল তুই হাতে খুন করে যেতে.....আমাকে !
কতোনা ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর "কৃতদাস"
ইহকালটাই করে দিতাম তোর "জান্নাতে" বসবাস.....
এখন এমনি করে "পূজো"
এমনি করে দেবো.....!
অন্য কোন "দেবী" কে....
তার চেয়ে ভালোছিল তুই নিজ হাতে "খুন" করে যেতি.........আমাকে!!!
Final Word
We Hope you love this lyrics. please subscribe us.


0 Comments