LILAKHELA (লীলাখেলা )
Song: LILAKHELA (লীলাখেলা )
Singer: Pritom
লীলাখেলা লিরিক্স
কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ডং
কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ডং
বড়লোকের সবই Right হয় গরিব করলে Wrong
বড়লোকের সবই Right হয় গরিব করলে Wrong
কবিগুরুর প্রেমে পরলে বাবা মা গর্বিত
কবিগুরুর প্রেমে পরলে বাবা মা গর্বিত
আমার প্রেমে পরলে পড়ে মেয়ে নির্যাতিত
আমার প্রেমে পরলে পড়ে মেয়ে নির্যাতিত
দিনের বেলা যেই মানুষটা সাধু বানী বলে
রাতের বেলা তিনি আবার গেলাস হাতে টলে
সুযোগ পেলেই ঝারে সুধুই সংস্কৃতির বানী
অথচ চুপি চুপি দেখে শিলা কি জাওয়ানি
দিনের বেলা যেই মানুষটা সাধু বানী বলে
রাতের বেলা তিনি আবার গেলাস হাতে টলে
সুযোগ পেলেই ঝারে সুধুই সংস্কৃতির বানী
অথচ চুপি চুপি দেখে শিলা কি জাওয়ানি
সব সাপের একই বিষ , ,
ও ও ও ও
সব সাপের একই বিষ , ,
শুধু ভিন্ন রং
ইলেকশনের আগে লিডার
যেমন সাজে সং
ইলেকশনের আগে লিডার
যেমন সাজে সং
কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ডং
কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ডং
বড়লোকের সবই Right হয় গরিব করলে Wrong
বড়লোকের সবই Right হয় গরিব করলে Wrong
কবিগুরুর প্রেমে পরলে বাবা মা গর্বিত
কবিগুরুর প্রেমে পরলে বাবা মা গর্বিত
আমার প্রেমে পরলে পড়ে মেয়ে নির্যাতিত
আমার প্রেমে পরলে পড়ে মেয়ে নির্যাতিত
শোনেন শোনেন ভাই আগেই ক্ষমা চাই
সত্য কথায় মাইন্ড করতে নাই
সব শিল্পই পণ্য এখন স্পন্সর কালচারে
কদিন পরে বিয়ে বাচ্চাও হবে স্পন্সর
প্রেম প্রণয় আর ভাল্লাগে না
আই হেট লাভ স্টোরি
অথচ সকাল বিকাল বদলায়
প্রেমের প্রমদ তরী
শোনেন শোনেন ভাই আগেই ক্ষমা চাই
সত্য কথায় মাইন্ড করতে নাই
সব শিল্পই পণ্য এখন স্পন্সর কালচারে
কদিন পরে বিয়ে বাচ্চাও হবে স্পন্সর
প্রেম প্রণয় আর ভাল্লাগে না
আই হেট লাভ স্টোরি
তাইতো সকাল বিকাল বদলায়
প্রেমের প্রমদ তরী
টাকার জাদু বড় জাদু
টাকার জাদু বড় জাদু
জাদুর নানা রং
ওরা করলে Improvised হয়
প্রীতম করলে Wrong
ওরা করলে Improvised হয়
কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ডং
কৃষ্ণ করলে লীলাখেলা আমি করলে ডং
বড়লোকের সবই Right হয় গরিব করলে Wrong
বড়লোকের সবই Right হয় গরিব করলে Wrong
কবিগুরুর প্রেমে পরলে বাবা মা গর্বিত
কবিগুরুর প্রেমে পরলে বাবা মা গর্বিত
আমার প্রেমে পরলে পড়ে মেয়ে নির্যাতিত
আমার প্রেমে পরলে পড়ে মেয়ে নির্যাতিত
আমার প্রেমে পরলে পড়ে মেয়ে নির্যাতিত
Final Word
We hope you like this lyric . Please be with us and see all the songs lyrics which you want. To get all new lyrics fastest SUBSCRIBE Us Now.
0 Comments