কোথায় রইলারে
Song: Kothay Roilare
Singer: Samz Vai
কোথায় রইলারে
পিরিতি শিখাইয়া কেন গেলা চলিয়া
কোথায় তুমি রইলারে প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
দুই নয়ন ভাসাইয়া একেলা বসিয়া
তোমার পথ চেয়ে রই
প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
কোথায় তুমি রইলারে প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
যতন করিয়া রাখিব তোমারে
আমার এ বুকের মাঝারে
একবার আসিয়া দেখ না চাহিয়া
কত ভালবাসি তোমারে
তোমার হৃদয় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিষ
তাতে আমার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভাল বাসে না
সে যে এখন আমায় ভাল বাসে না
কি জানি কি ভেরা উথসে শনিবার রাইতে
বিয়ার পরে বাসর ঘরে ভাবি কইসে যাইতে
পেরার চোটে মাথা নষ্ট কথা কই না জিদ্দে
হালারপো আগের বার ...
ভাই ভাই মনে মনে সাকিব খান ভাবে ঘুরে
বস্তির আসে পাশে টেলি সামাদ হইয়া ঘুরে
বস্তির কাজের মাইয়া ভাবে মহারানি
সকাল বেলা উইঠা দেখে বিছনার ভিতর পানি
পিরিতি শিখাইয়া কেন গেলা চলিয়া
কোথায় তুমি রইলারে প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
দুই নয়ন ভাসাইয়া একেলা বসিয়া
তোমার পথ চেয়ে রই
প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
কোথায় তুমি রইলারে প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
একদিন রাস্তার মোড়ে দেখি একটা গল্লি কানা
ভাই তার কথা ভাইবা আমার মাথায় হিট খায়
আমি মনে মনে কইলাম সুধু তোমারে তো চাই
প্রেম পইরা হাবুডুবু খাইব জএস ভাই
তোমার লাইগা বানাই দিমু শাহজাহানের তাজমহল
তোমার বাড়ীর চারপাশে আমার মনের রংমহল
কইলজার ভিতর গাথি রাখমু, আমায় ছারি জাইও না
নিজের রুপে করলা পাগল, করলা আমায় দিওয়ানা
তোমার কত ভালোবাসি তুমি কি টা জান না
একসাথে যে নাই ভাবলে মনটা আমার মানে না
মনের আকাশে যে তুমি আমার ভালবাসার ঘর
রবিবার টা ঘুরে আবার কেন চলে যাও
পিরিতি শিখাইয়া কেন গেলা চলিয়া
কোথায় তুমি রইলারে প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
দুই নয়ন ভাসাইয়া একেলা বসিয়া
তোমার পথ চেয়ে রই
প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
কোথায় তুমি রইলারে প্রান বন্ধুয়া
কোথায় তুমি রইলারে
Final Word
We hope you like this lyric . Please be with us and see all the songs lyrics which you want. To get all new lyrics fastest SUBSCRIBE Us Now.
0 Comments