Ami Ar Parina by singer Samz Vai

আমি আর পারিনা



song: Ami Ar Parina

singer: Samz Vai


আমি আর পারিনা লিরিক্স


তোমার অন্য হাতে হাত

আমার হয় না রে প্রভাত

কেমনে কাটাই বলো আমি 

তোমায় ছাড়া সারারাত


তোমার অন্য হাতে হাত

আমার হয় না রে প্রভাত

কেমনে কাটাই বলো আমি 

তোমায় ছাড়া সারারাত


কত না যতনে এ মনের গহীনে

রেখেছিলাম তোমায় মায়ারি আদরে

যতটা দিয়েছো ভালোবাসা তুমি

তার চেয়ে বেশি কেনো ্পোড়ালে অনলে


আমি আর পারি না ভাবলে তোমার ছলনা

সখি তুমি হইলা গো কার আমায় বল না


আমি আর পারি না ভাবলে তোমার ছলনা

সখি তুমি হইলা গো কার আমায় বল না


"কত মাস কত দিন আমি পারিনি ঘুমাতে

কত রাত কেটে গেল আমার চখের জলেতে

ব্যাথা সইতে পারি না, কেমনে  বাড়ে ধিরে ধীরে 

আমি ততই কান্নায় ভেঙ্গে পড়ি যদি তাকাই ফিরে

এই অন্ধ মুখে লুকিয়ে থাকে কত বোবা চিৎকার

সেই স্মৃতির পাতার লেখাগুলো শুধু জানাই ধিক্কার

আমি কার দরবারে করব নালিশ ,করব তোমার সমাচার

আমি আর কত সইব তোমার অবিচার


আমি আর পারি না ভাবলে তোমার ছলনা

সখি তুমি হইলা গো কার আমায় বল না


আমি আর পারি না ভাবলে তোমার ছলনা

সখি তুমি হইলা গো কার আমায় বল না


আমি আর পারি না ভাবলে তোমার ছলনা

সখি তুমি হইলা গো কার আমায় বল না


আমি আর পারি না ভাবলে তোমার ছলনা

সখি তুমি হইলা গো কার আমায় বল না


====💝💕💝====


Final Word


We hope you like this lyric . Please be with us and get all the songs lyrics which you want. To get all our new song lyrics fastest Download our official app: https://play.google.com/store/apps/details?id=com.unique.samzvai .Thank You. 

Post a Comment

0 Comments