Jodi Kokhono ।। যদি কখনো ।। by singer Samz Vai 2020 latest song lyrics.

Jodi Kokhono


Song: Jodi Kokhono

Singer: Samz Vai


যদি কখনো লিরিক্স

যারে দেখিলে এ মন যায় দূরে 

সে  কি করে লুকিয়ে থাকে গো দূরে


আমার, বুক চাপা কান্না

সেতো আর দেখে না

মায়া কি সে বুঝবে কি করে ?


যদি আমি বিনে তোমার মনে 

সুখ বয়ে যায়

তবে আমার সুখের আলো 

কেন  তোমার ছায়ায়


আমি ভালো কি বেসেছিলাম

তোমারেই দেখার পরে...।।


কিছু প্রশ্ন রহিলো জমা তোমারি খামে

বলো কে করিবে কারে ক্ষমা নিজেরি নামে

যেন আমারি বেলায় মন হবে...।


যদি কখনো তোমারও 

আমারি কথা মনে পরে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়...।।


যদি কখনো তোমারও 

আমারি কথা মনে পরে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়...।।


তুমি কথা দিয়েছিলে

কখনো ছেড়ে যাবে না

সেই কথা কি মনে পড়ে না...


তুমি শুনবে না কারো কথা, এই আমিহীনা

ভুলে গেলে কি সব বাহানা?


কে করে আনমনে , তোমার সনে

মধুময় আলাপন.........


তার সে ছোঁয়াতে, পড়ে গেলে মায়াতে

কে নীল আমারি স্বপন ।


যদি কখনো তোমারও 

আমারি কথা মনে পরে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়...।।


যদি কখনো তোমারও 

আমারি কথা মনে পরে যায়

আসিও ফিরিয়া আবার

সখী তুমি নির্দ্বিধায়...।।

====💝💕💝====

Final Word

We hope you like this lyric . Please be with us and get all the songs lyrics which you want. To get all our new song lyrics fastest SUBSCRIBE Samzvai. com Now.

Post a Comment

0 Comments